সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কি এবং কেনো হয় - নাজির'স নোটস
আজকে আমরা জানবো সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ সম্পরকে।
সূর্য গ্রহণঃ সূর্য গ্রহণ কেনো হয়? আসলে কি সেই মূহুর্তে সূর্য কে কোনো কালো বস্তু খেয়ে ফেলে। তবে এটা কিভাবে সম্ভব এবং কেনোই বা সূর্যকে কালো বস্তু খাবে, আবার খেয়ে বের করে দেয়।
সেই কালো বস্তুটিই বা কি?
নানা রকম প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায় এই একটি মাত্র কুসংস্কার থেকে।
ছোটো বেলায় শুনেছি, সূর্য গ্রহণ যখন হয় তখন নাকি সূর্যকে একটি কালো বস্তু খেয়ে ফেলে, আবার না খেয়ে মুখ থেকে বের করে দেয়। বিশেষকরে হিন্দুত্ববাদে এই বিশ্বাসটা প্রচলিত ছিলো। তখন থেকেই অনেকের মাথায় ঘোরপাক খায় এই সব প্রশ্ন।
এবার আমরা বৈজ্ঞানোক ভাবে জানবো আসলে সূর্য গ্রহণ কেনো হয়।
সূর্য গ্রহণ যখন হয় তখন মনে হয় সূর্যের উপর জেনো একটি কালো বস্তু পুরো সূর্যটাকে ঢেকে রেখেছে। আসলে এই কালো বস্তুটি কি, সেই প্রশ্নটাই সর্বপ্রথম আমাদের মাথায় জেগে উঠে।
চাঁদ একটি পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ (Natural Satellite) চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, এবং চাঁদ তার নিজ কক্ষপথেও ঘুরছে। পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে ঘুরতে যেমন সময় লাগে ৩৬৫ দিন ঠিক তেমন চাঁদের পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে সময় লাগে মাত্র ২৯ দিন। অর্থাৎ ১ মাস।
চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থাত কিছু সময়ের জন্য পৃথিবী এবং সূর্যের মাঝখানে সরলভাবে এসে পড়ে, তখন পৃথিবীর কোনো দর্শকের কাছে সূর্য আংশিক বা অদৃশ্য হয়ে যায় কিছু সময়ের জন্য। এ ঘটনাটাই হলো সূর্য গ্রহণ।
আমরা যদি সহজভাবে বলতে চাই তাহলে বলা যায় " সূর্য গ্রহণ হলো পৃথিবী এবং সূর্যের মাঝে একই সরলরেখায় চাঁদের উপস্থিতির কারণে সূর্যকে না দেখতে পাওয়া"। এটাই হলো সূর্য গ্রহণ।
পৃথিবীতে প্রতি বছরে ২ থেকে ৫ টি সূর্য গ্রহণ হয়ে থাকে।
এবার আসি চন্দ্রগ্রহণে
চন্দ্র গ্রহণঃ চন্দ্র গ্রহণ হলো সূর্য গ্রহনের বিপরীত। অর্থাৎ চাঁদের উপর পৃথিবীর ছায়া। পৃথিবী যখন পরিভ্রমণরত অবস্থায় সূর্য চাদের মাঝে এসে পড়ে তখন চন্দ্রের উপর পৃথিবীর ছায়া পরিলক্ষিত হয় ফলে চাঁদ কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়, এবং যখন পৃথিবী ঘুরতে ঘুরতে চাঁদের বিপরীতে আসে তখন চন্দ্র সূর্যের আলো পায়। এটাই হলো চন্দ্র গ্রহন।
আমরা জানি, চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোয় আলোকিত চাঁদ।
সূর্য গ্রহণঃ সূর্য গ্রহণ কেনো হয়? আসলে কি সেই মূহুর্তে সূর্য কে কোনো কালো বস্তু খেয়ে ফেলে। তবে এটা কিভাবে সম্ভব এবং কেনোই বা সূর্যকে কালো বস্তু খাবে, আবার খেয়ে বের করে দেয়।
সেই কালো বস্তুটিই বা কি?
নানা রকম প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায় এই একটি মাত্র কুসংস্কার থেকে।
ছোটো বেলায় শুনেছি, সূর্য গ্রহণ যখন হয় তখন নাকি সূর্যকে একটি কালো বস্তু খেয়ে ফেলে, আবার না খেয়ে মুখ থেকে বের করে দেয়। বিশেষকরে হিন্দুত্ববাদে এই বিশ্বাসটা প্রচলিত ছিলো। তখন থেকেই অনেকের মাথায় ঘোরপাক খায় এই সব প্রশ্ন।
এবার আমরা বৈজ্ঞানোক ভাবে জানবো আসলে সূর্য গ্রহণ কেনো হয়।
সূর্য গ্রহণ যখন হয় তখন মনে হয় সূর্যের উপর জেনো একটি কালো বস্তু পুরো সূর্যটাকে ঢেকে রেখেছে। আসলে এই কালো বস্তুটি কি, সেই প্রশ্নটাই সর্বপ্রথম আমাদের মাথায় জেগে উঠে।
সূর্য গ্রহণ যখন হয় তখন সূর্যের উপর যে কালো বস্তুটি দেখা যায় সেটা আর কিছু নয়, ওই কালো বস্তুটি হলো চন্দ্র অর্থাৎ চাঁদ।
চাঁদ একটি পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ (Natural Satellite) চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, এবং চাঁদ তার নিজ কক্ষপথেও ঘুরছে। পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে ঘুরতে যেমন সময় লাগে ৩৬৫ দিন ঠিক তেমন চাঁদের পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে সময় লাগে মাত্র ২৯ দিন। অর্থাৎ ১ মাস।
চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থাত কিছু সময়ের জন্য পৃথিবী এবং সূর্যের মাঝখানে সরলভাবে এসে পড়ে, তখন পৃথিবীর কোনো দর্শকের কাছে সূর্য আংশিক বা অদৃশ্য হয়ে যায় কিছু সময়ের জন্য। এ ঘটনাটাই হলো সূর্য গ্রহণ।
আমরা যদি সহজভাবে বলতে চাই তাহলে বলা যায় " সূর্য গ্রহণ হলো পৃথিবী এবং সূর্যের মাঝে একই সরলরেখায় চাঁদের উপস্থিতির কারণে সূর্যকে না দেখতে পাওয়া"। এটাই হলো সূর্য গ্রহণ।
সূর্য গ্রহন হলো, সূর্যের উপর চাদের ছায়া
পৃথিবীতে প্রতি বছরে ২ থেকে ৫ টি সূর্য গ্রহণ হয়ে থাকে।
এবার আসি চন্দ্রগ্রহণে
চন্দ্র গ্রহণঃ চন্দ্র গ্রহণ হলো সূর্য গ্রহনের বিপরীত। অর্থাৎ চাঁদের উপর পৃথিবীর ছায়া। পৃথিবী যখন পরিভ্রমণরত অবস্থায় সূর্য চাদের মাঝে এসে পড়ে তখন চন্দ্রের উপর পৃথিবীর ছায়া পরিলক্ষিত হয় ফলে চাঁদ কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়, এবং যখন পৃথিবী ঘুরতে ঘুরতে চাঁদের বিপরীতে আসে তখন চন্দ্র সূর্যের আলো পায়। এটাই হলো চন্দ্র গ্রহন।
চন্দ্র গ্রহণ হলো চাদের উপর পৃথিবীর ছায়া
আমরা জানি, চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোয় আলোকিত চাঁদ।
COMMENTS